খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি পিছিয়ে ৬ জুন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার এই মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল।
আসামিপক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও গোলাম নবী রিমান্ড শুনানি পিছিয়ে ৬ জুন দিন ধার্য করেন
এর আগে সোমবার সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
গত ২৬ মে গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।
এছাড়া গত ২৪ মে নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। এ দুই মামলায় দশ দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত শুনানির জন্য ৩০ মে দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্প্রতি ইসরায়েলে ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে আসলামের একটি ছবি গণমাধ্যমে প্রকাশের পর তোলপাড় শুরু হয়। ইসরায়েলের নেতার সঙ্গে তিনি ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন বলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়। তবে আসলাম ইসরায়েলি নেতার সঙ্গে বৈঠকের কথা অস্বীকার করে ব্যবসায়িক কারণে বিভিন্নজনের সঙ্গে তার দেখা হওয়ার কথা বলেছিলেন।
তবে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে ‘ষড়যন্ত্র’ করছে।