Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩০ মে) সকালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরে বাংলানগরে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনকে বিভিন্ন মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে বিএনপিকে ধ্বংস করারও ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, বিএনপি যখন গঠিত হয়েছে, তখন থেকে জিয়ার আদর্শে পথ চলা শুরু করেছে। বিএনপি জিয়ার আদর্শে বিশ্বাসী।
তিনি আরও বলেন, জিয়া বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আজকে দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি তার ভিত্তি স্থাপন জিয়াউর রহমানই করেছেন।