খোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: ঘূর্ণিঝড় রোয়ানুর ছোবলে বিভিন্ন জেলায় ২৭ জন নিহত হয়েছে। মৃত ব্যক্তিদের দাফন কার্যের জন্য সরকার প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে প্রদান করেছে। এছাড়াও উপকূলীয় ১৮টি ক্ষতিগ্রস্ত জেলায় গৃহ নির্মাণের জন্য ১০ হাজার ৫৫৫ বান্ডিল ঢেউটিন এবং নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
রোববার (৩০ মে) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এক বার্তায় একথা জানানো হয়েছে।
বার্তায় আরো বলা হয়, ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণকার্যে উপকূলীয় ১৮ জেলায় মোট ৭৫ লাখ ৭৫ হাজার মেট্রিকটন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার মেট্রিকটন। এছাড়া নগদ সহায়তা বাবদ মোট ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৫০০ টাকা।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশ্রিত লোকজন নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো