Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: গত ৩০ মে ২০১৬ তারিখে চিটাগাং ক্লাবে দেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্নে›স এ্যান্ড পলিসি এবং বাংলাদেশ মেরিন একাডেমির উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল এ এস এম আব্দুল বাতেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সমুদ্র পরিবহণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক জনাব এ কে এম শফিকুল্লাহ। আলোচ্য সেমিনারে দেশের সমুদ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেমন, নৌবাহিনী, কোষ্টগার্ড, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্র্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, শীপইয়ার্ড সমূহ, প্রাইভেট মেরিন একাডেমি এবং অন্যান্য সংস্থা হতে প্রতিনিধিবৃন্দ আগমন ও অংশগ্রহন করেন। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “মেরিটাইম গভর্নে›স: চ্যালেঞ্জেস টু মেরিটাইম কমিউনিটি”। মূল প্রবন্ধ ছাড়াও সেমিনারে নৌবাহিনী, কোষ্টগার্ড, মেরিন একাডেমি প্রভৃতি সংস্থা হতে পাচজন বক্তা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত দর্শক শ্রোতা খোলামেলাভাবে তাদের মতামত ব্যক্ত করেন। সেমিনারে সমুদ্র এলাকায় পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডে শৃংখলা আনয়ন সহ আগামী দিনে ব্লু ইকোনমি তে দেশের অর্থনীতিকে উত্তরণ ঘটানোর জন্য প্রয়োজনীয় কর্তব্য নির্ধারণের বিষয়ে স্বতঃস্ফূর্ত মতামত ব্যক্ত করা হয়। সমুদ্র বিষয়ক কর্মকান্ডের সকল অংশীদার এ লক্ষ্যে একত্রে কাজ করে গেলে অদূর ভবিষ্যতে কাঙ্খিত লক্ষ্যে পৌছানো সম্ভব বলে সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।