Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jamalpurখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: জামালপুরের সরিষাবাড়ীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি ও সানাকৈর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিয়াজানি গ্রামের মেম্বার মজনু কুইটাল (তালা), সানাকৈর গ্রামের শামছুল হক (টিউবয়েল) ও উচ্চগ্রামের তোতা মিয়ার (ফুটবল) সমর্থকদের মধ্যে নির্বাচনের দিন ত্রিমূখী সংঘর্ষের ঘটনায় সানাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থগিত ও থানায় মামলা হয়। পরে পুলিশ মেম্বার প্রার্থী শামছুল হককে গ্রেপ্তার করলে তার সমর্থকরা অন্য মেম্বার প্রার্থীদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে রোববার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে অন্তত শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে গুরুতর মোফাজ্জল, মুখলেস, ওয়াজেদ, তারামিয়া, রবিরন, ছলিম, মজিবর, হাসমত, হারুন, লতিফ, তোতা, কবির, মজিদ, জয়নাল, জাকির, মোস্তফা, মোজা, মোসারফ, আঃ হাই, হাফিজুর, ছামাদ, ফারুক, বাবর আলী, মঞ্জুরুল, হাইদর আলী, মাহামুদুল্লাহ, আনোয়ারকে জামালপুর ও সরিষাবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।