Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

pabnaখোলা বাজার২৪, মঙ্গলবার, ৩১ মে ২০১৬: জেলার টেবুনিয়ায় বিএডিসির বীজ গুদামে কীটনাশকের বিষক্রিয়ায় ২৫ শ্রমিক অসুস্থ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার দুপুর ১ টার দিকে বিএডিসির গুদামে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তারা।
স্থানীয়রা জানান, আজ সকাল থেকে টেবুনিয়া বিএডিসি বীজ গুদামে প্রায় ৮০ জন শ্রমিক বীজ প্রক্রিয়াকরণের কাজ করছিল। এ সময় পোকা দমনে ব্যবহৃত ফসটক্সিন নামক কীটনাশকের বিষক্রিয়ায় একে একে শ্রমিকরা সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরে বিএডিসি কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানান, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্ষতিকর বিষ শরীরে প্রবেশ করায় তারা অসুস্থ হয়ে পড়েন।
কীটনাশকের প্রতিক্রিয়ার নির্ধারিত সময় পেরোনের পূর্বেই শ্রমিকদের কাজে বাধ্য করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ শ্রমিকদের। তবে, এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শ্রমিকদের কথা বলতে বাধা প্রদান করে বিএডিসি কর্তপক্ষ। গুরত্বও অসুস্থরা হলেন, আব্দুস সাত্তার (৫০), ফাইজুল (৫০), আবুল হোসেন(৫০), গফুর (৩৫), কেরামত (৪৫), মিনু(৩২), আমির(২৫), আলম (৩৫), ইসলাম (৪২), হাবিব (৪০), নুর মোহাম্মদ (৩০), মান্নান (৫০) ও মুকুল (৩০)। অন্যরা প্রাথমিক চিকিৎিসা নিয়ে বাড়ি চলে যান।