Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, বুধবার, ০১ জুন ২০১৬: গত বছর ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে তো হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছিল বাংলাদেশের মাটিতে। তবে আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে এই তিন দলের একটিকেও পাচ্ছে না লাল-সবুজের দল। ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে বেশ কঠিন গ্রুপেই পড়েছেন মাশরাফি-সাকিবরা। ‘এ’ গ্রুপে তাঁদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আটটি দলকে নিয়ে আয়োজন করা হয় চ্যাম্পিয়নস ট্রফির। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাংকিংয়ে সেরা আটে থেকে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। টেস্ট দলগুলোর মধ্যে বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
২০১৭ সালের ১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। ম্যাচটি হবে ওভালে। ৫ জুন ওভালেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে মাশরাফির দলের শেষ ম্যাচ ৯ জুন, কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে।
‘বি’ গ্রুপে পড়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর লড়াই হবে ৪ জুন, এজবাস্টনে। ১৪ ও ১৫ জুন হবে দুটো সেমিফাইনাল। ফাইনাল ১৮ জুন।
এনিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড। ২০০৪ ও ২০১৩ সালে ঘরের মাঠে ফাইনালে উঠলেও দুবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।