খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের ৭১০টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।
নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে কাজ করছে। র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে প্রায় দুই লাখ ফোর্স মোতায়েন করেছে ইসি।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রায় ৩ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ১০ হাজার এবং সংরক্ষিত সদস্য পদে প্রায় ৫ হাজার প্রার্থী রয়েছেন। এ ছাড়া ষষ্ঠ ধাপে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, কোন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হলে প্রার্থী সংখ্যা কম-বেশি হতে পারে।
নির্বাচন প্রসঙ্গে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষে ইসির পক্ষ থেকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি, এবারের নির্বাচন সুষ্ঠু হবে। কোন অনিয়ম হলে কাউকে ছাড় না দেওয়া হয়।