Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে চ্যাম্পিয়ন দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়া। শুক্রবার বিকেলে গাজীপুরে স্কাউটদের প্রথম জাতীয় দুর্যোগ সাড়াদান প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছুদিন আগে দেশে রোয়ানু আঘাত হেনেছে। দুইকোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রাণহানির সংখ্যা কম। এ ক্ষতি আরো বাড়তে পারত যদি আমাদের দুর্যোগ প্রস্তুতি না থাকত। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা হচ্ছে দেশের প্রথম সারির সৈনিক। তাদের কারণেই জানমালের ক্ষতি কম হয়েছে।
মন্ত্রী বলেন, দুর্যোগে যারা কাজ করবে ও সার্টিফিকেট থাকবে তাদের দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয়ে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। এ ছাড়া যারা জীবনবাজি রেখে দুর্যোগ মোকাবেলায় কাজ করবে তাদের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
দেশের বিভিন্ন জেলা থেকে ৩৩০ জন ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহন করছেন। অংশগ্রহণকারী স্কাউটদের ভূমিকম্প, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, বন্যা ও পাহাড়ধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সতর্কতা উদ্ধার তৎপরতা ও ত্রাণ তৎপরতা বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।