Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

03-06-16-Jhenaidah-Firing-aখোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : ঝিনাইদহ: জেলার শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর বোমা হামলা ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এসময় নায়েব খন্দকার নামের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী বলে জানা গেছে।
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২.৪৫ টার দিকে।
স্থানীয়রা জানীয়েছেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের ২০-২৫ জন কর্মী-সমর্থক মান্দারীপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী বৈঠক করছিলেন। এসময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে একটি হাতবোমা ফাটিয়ে পরপর ৪ রাউন্ড গুলি ছোড়ে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নায়েব খন্দকার নামের এক কর্মী আহত হয়। তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসাপাতালে পাঠানো হয়। সে মান্দারীপাড়া গ্রামের মৃত ইয়াজ উদ্দিন খন্দকারের ছেলে।

ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, তার প্রতিপক্ষ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ উপস্থিত থেকেই এ হামলা চালায়।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ।
স্থানীয় রামচন্দ্রপুর ক্যাম্প ইনচার্জ অজয় কুমার কুন্ডু জানান, রাত আনুমানিক ১২.৪৫ টার দিকে কে বা কারা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর অতর্কিত হামলা চালিয়ে একটি হাত বোমা বিস্ফোরণ ঘটায় ও শর্ট গানের গুলি ছোড়ে। এসময় এজকন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও বোমা বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়েছে।