Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Manda-Picture-03.06.16খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : নওগাঁ : নওগাঁর মান্দায় নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নেয়ার অভিযোগ এনে আ’লীগনেতা তানজিমুল হককে (৪৫) পিটিয়ে জখম করা হয়েছে। এসময় তার ব্যবহৃত পালসার ১৫০ সিসির মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয় পরাজিত প্রার্থীর ক্যাডাররা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহত তানজিমুল হক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পরানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও বলিহার ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক। আজ শনিবার ৬ষ্ঠ ধাপের নির্বাচনে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ফেটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনের জন্য তিনি তালিকাভুক্ত হয়েছিলেন।
গত ২৮ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান উজ্জল নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। প্রার্থী উজ্জলের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে অংশ না নেয়ায় তানজিমুলের ওপর এ হামলা চালানো হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আ’লীগনেতা তানজিমুল হক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদর প্রসাদপুর বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি গোপালপুর বাজারের চৌরাস্তার মোড়ে পৌঁছলে পরাজিত প্রার্থী উজ্জল তার ক্যাডার বাহিনী নিয়ে তানজিমুলের পথ আটকিয়ে মারপিট শুরু করে। হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলায় প্রার্থী উজ্জলের ভাই মশিউর রহমান উত্তম, আলতাফ হোসেন, মাছুম, লবিন উদ্দিন, জালাল হোসেন, মাসুদরানাসহ ১০-১২ জন ক্যাডার অংশ নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আ’লীগনেতা তানজিমুল হকের ব্যবহৃত ১৫০ সিসির পালসার মোটরসাইকেলটি পরানপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছলে হামলাকারীরা বাজার থেকে সটকে পড়ে। শুক্রবার বিকেলে এ সংবাদ লেখা পর্যন্ত ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।