Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : নওগাঁ : নওগাঁর নিয়ামতপুর উপজেলার Naogaon Pic (2) 03.06.16৮টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ্যাডঃ আলহাজ্ব শহীদুজ্জামান এমপি। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি, জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রফিক, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এনামুল হক, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার মহসীন, নব নির্বাচিত ভাবিচা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠানের সভাপতি নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এসময় প্রতিটি ইউনিয়নের সচিব, নারী ও পুরুষ উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ধামইরহাট, পতœীতলা ও নিয়ামতপুর উপজেলার ২৫টি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হল।