খোলা বাজার২৪, শনিবার, ০৪ জুন ২০১৬ : বাংলাদেশ ছাত্রলীগ কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নে ছাত্রলীগ এর রাসেল আহমেদ কে সভাপতি , সোহাগ মিয়া সাধারণ সম্পাদক ও শেখ নাঈমকে যুগ্ম সাধারণ করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
কমিটিতে রয়েছেন সহ সভাপতি জহিরুল ইসলাম, ফরহাদ হোসেন, সাব্বির হোসাইন, শামীম সরকার, সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান সোহান, সহ সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, সদস্য কায়েস মোড়ল প্রমুখ।
গত ৩০ মে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেগুনহাটি মাদরাসা মাঠে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজীব ঘোষের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এম পি ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন আ’লীগ সভাপতি মাহবুব মোর্শেদ আফাজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আমান, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন সেলিম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হিমেল খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি কাইয়ূম, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি কাইয়ূম ভূইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত প্রমুখ।