Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর : jamalpurসরিষাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী আওনা ইউনিয়নের কুড়ালিয়া পটল গ্রামের আজহার উদ্দিনের পুত্র অসহায় দিন মুজুর জয়নাল আবেদীন (৩৫) কে শুক্রবার রাত আনুমানিক ২টায় গ্রামের কতিপয় দুর্বৃত্তরা ঘুম থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। টের পেয়ে তার বৃদ্ধ মা বাবা ও স্ত্রী পুত্র পরিজনরা রাতেই তাকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে অবস্থায় আরো অবনতি দেখে ডাঃ তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত দিন মুজুর জয়নাল আবেদীনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। জানা যায়, কুড়ালিয়া পটল গ্রামের হত দরিদ্র আজহার উদ্দিনের ৪ ছেলের বড় ছেলে জয়নাল। গ্রামে রাজ মিস্ত্রীর কাজ করত বেশ কয়েক বছর যাবৎ। প্রতিদিনের মত অন্যের বাড়ীতে কাজ সেরে শুক্রবার দিনও কাজ শেষ করে সন্ধায় বাড়ী ফিরে এবং যথারীতি শুয়ে পড়ে। তার স্ত্রী রতœা বেগম জানায়, ঐদিন রাত তখন ২টা কিংবা আড়াটা বাজে এমন সময় তার শাশুড়ী বাড়ীর বাহিরে ঘোংরানোর শব্দ শুনতে পায়। উঠে দেখে তার স্বামী বাড়ীর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে রাতেই ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতালে পাঠায়, এবং সেখানে তার অবস্থা আরো খারাপ হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। এদিকে গত ২দিনে স্বরে জমিনে গিয়ে জানা যায়, জয়নালের গ্রামে বা ঐ এলাকায় এমন কোন শত্রু নাই। তাহলে কে বা কারা এরকম নির্মম ভাবে তাকে কুপিয়ে আহত করল। তবে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, এ ঘটনার কারন তার স্ত্রী রতœা এবং মা’ ই ভালো ভাবে বলতে পারবে। কেন বা কি উদ্দেশ্যে কারাই বা এরকম কান্ড ঘটাল। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করা হয়নি। তবে এ ব্যাপারে নিকস্থ তারাকান্দি তদন্ত কেন্দ্রের আইসির সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাপারটি জানেন না বলে জানান।