Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bagerhatখোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : বাগেরহাট : বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে লবণাক্ততা বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দিনব্যাপী সেমিনার। রবিবার উপজেলা প্রশাসনের মংলায় লবণাক্ততা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলী প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত লবণাক্ততা বিষয়ক সেমিনারে প্রশিক্ষক/ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মংলার সহকারী প্রকৌশলী এস এম কায়েস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান। সেমিনারে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলী প্রিন্স বলেন, সরকারী খালে বাধ দিয়ে ও যারা জমিতে লবণ পানি আটকে রেখে চিংড়ি ঘের করছেন তা তাদের করতে দেয়া হবেনা। কারণ ঘেরের জলাবদ্ধ লবণাক্ততায় আশপাশের ফসল ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। তাই পরিবেশ রক্ষার তাগিদেই মংলায় লবণ পানির কোন চিংড়ি ঘের রাখা হবে না। এছাড়া এখন যারা চিংড়ি চাষ করছেন তাদেরকে অবশ্যই আধুনিক ও বৈজ্ঞানিক উপায়েই চাষ করতে হবে।