খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরের পীরগাছায় সুমিতা জুয়ের্লাসে গতকাল রোববার ভোরে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ডাকাতির সময় পাশের জুতার দোকানদার আনোয়ার হোসেন (৩৬) বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার ছোট ভাই বেলাল (৩২) ও বাজারের পাহারাদার আবেদ আলীকে (৪০) হাত-পা বেঁধে মারধর ও ছুরিকাঘাত করা হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমিতা জুয়েলার্সের মালিক রামাজি লাল সাহা জানান, সকালে পাশের দোকানদার বিষয়টি জানান। ঘটনাস্থলে এসে দোকান ভাঙচুর ও সবকিছু এলোমেলো অবস্থায় পাই। দোকানে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা ছিল বলে দাবি করেন তিনি। রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান ও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। জুয়েলার্সের মালিকের ছেলে শিপন সাহা বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।