খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : কামরুল হাসান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী অভিযান। “মাদককে না বলুন, মাদককে ঘৃণা করুন” এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী প্রচার অভিযান ও র্যালী করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ঠাকুরগাঁও শাখা। রোববার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে তারা একটি র্যালী বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় তারা বেশ কয়েকটি স্থানে জনসাধারণের মধ্যে মাদকরিরোধী প্রায় ৭ হাজার লিফলেট বিতরণ করে। র্যালীতে উপস্থিত ছিলেন, ৪ মহাস্থান ব্যাটালিয়ান বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মেজর এ্যাডজুটেন্ট হারুন অর-রশিদ, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্ব, ঠাকুরগাঁও সরকারি কলেজের লে.মো. আবু বকর সিদ্দিক সরকার, কলেজের পিইউও এ বি এম সামছ উদ্দিন, রুহিয়া ডিগ্রী কলেজের পিইউও সালেহুর রহমান প্রমুখ।