খোলা বাজার২৪, রোববার, ০৫ জুন ২০১৬ : কবির আহাম্মদ নাছির, ফুলগাজী: বন্যা প্রানি ও পরিবেশ, বাঁচাও প্রকৃতি বাঁচাও দেশ। শত কোটি জনের অপার স্বপ্ন একটি বিশ্ব। এই প্রতিবাদ্য কে সামনে রেখে গতকাল সকালে রবিবার ফুলগাজী উপজেলায় ফুলগাজী উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিশ্ব পরিবেশ দিবস বনাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ফুলগাজী উপজেলা সত্তর থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা সত্তর এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউটের ৩০ জন ছাত্র-ছাত্রী উপজেলা সত্তরে পরিষ্কার পরিছন্নতায় অংশগ্রহন করে। র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করেন ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, উপজেলার নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সাম্পাদক মোঃ সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আবুল বাশার, উপজেলা জাসদের সভাপতি আবুল খায়ের মেম্বার, নিলক্ষী অধ্যক্ষ আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র সূর। প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র্যালীতে অংশগ্রহন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উপজেলার মিলনায়তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের উপর বিভিন্ন আলোচনা করেন।