খোলা বাজার২৪, মঙ্গলবার, ৭ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের বনপাড়ার খ্রিষ্টান মুদি দোকানী সুনিল গোমেজ হত্যা মামলায় গ্রেফতারকৃত ভাড়াটিয়া সবুজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আল্-আমিন এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গত রবিবার বেলা পৌনে ১২ টার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘারে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বেলা ১২ টার দিকে স্থানীয় লোকজন দোকানে পন্য কিনতে গিয়ে সুনিল গোমেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন চিৎকার শুরু করে। পরে ঘটনাটি পুলিশকে জনানো হলে পুলিশ,র্যাব ও সিআইডি সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে। পরে রাতেই ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় রাতে নিহতের মেয়ে স্বপ্না গোমেজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর নিহত সুনিলের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল¬া মামুন সবুজকে (ট্রাকের হেল্পার ) গ্রেফতার করে পুলিশ। মামলার অধিকতর তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে শুনানী শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে প্রার্থনা শেষে সোমবার নিহত খ্রিষ্টান ব্যবসায়ী সুনিল গোমেজের মৃতদেহ বিকেল পৌনে ৬ টার দিকে বনপাড়া গির্জার পাশে গ্রেভইয়ার্ডে সমাহিত করা হয়। এদিকে সুনিল গোমেজ হত্যা মামলার তদন্তে ডিবি পুলিশকে সহায়তার জন্য ঢাকাএসবি’র একজন উপ-পরিদর্শক ফরিদসহ দুই সদস্যের টিম নাটোরে এসেছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত তদারকী টিম গঠন করা হয়েছে।