Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13414650_892745924181995_1752429694_nখোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: মৌলভীবাজার জেলার ৬৭ টি ইউনিয়নের গ্রাম পুলিশগন বেতনভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন কাঠাচ্ছেন। গত জানুয়ারি মাস হতে মে মাস পযর্ন্ত বেতনভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করিতেছেন। খোঁজ নিয়ে জানা যায়, বিগত ২০১৫ সালের ঈদুল আযহার বোনাস এখনও পযর্ন্ত পাননি। বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রিয় কমিটির সদস্য কমান্ডার/দফাদার রহমান খান জানান, ইউনিয়ন পরিষদের প্রায় ৩২ ধরনের কাজ করতে হয় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাসহ সরকারের সকলকাজে সহযোগিতা করিতেছেন কিন্তুু গ্রামপুলিশদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। সরকারের নিকট বিভিন্ন সময় ৪র্থ শ্রেণীর কর্মচারীতে অর্ন্তভুক্তসহ বিভিন্নদাবী জানাইলে এখনও তাহা কার্যকর হয় নাই। গ্রামপুলিশের আটকানো বেতনভাতা, বোনাস সক্রান্ত বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকারিয়া হোসেন বলেন, এখনও স্থানীয় সরকার থেকে বরাদ্ধ আসে নাই আসলে দেওয়া হবে।