Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, শুক্রবার, ১১ জুন ২০১৬: অপহরণের ২৪ ঘণ্টা পর রংপুরে এক পুরোহিতকে জীবিত উদ্ধার করা হয়েছে। লালমনিরহাট জেলার আদিতমারী থেকে শনিবার বিকেলে রংপুর পুলিশের একটি দল তাকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, রংপুরে পীরগঞ্জ উপজেলার ওসমানপুর সর্দার পাড়া মন্দিরের পুরোহিত উত্তম কুমারকে শুক্রবার সকালে একদল দুর্বৃত্ত বিয়ে পড়ানোর কথা বলে গাইবান্ধা কালীবাড়িতে নিয়ে যায়। পরে তাকে লালমনিরহাটে আদিতমারীর মোগলহাট এলাকার একটি বাড়িতে তাকে আটকে রেখে পরিবারের কাছে দেড়লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
খবর পেয়ে রংপুর পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে পুরোহিত উত্তম কুমারকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠন জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।