খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: বড় বড় কৃষককেও করের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত জাতীয় বাজেট ২০১৬-১৭ পর্যালোচনা : প্রেক্ষিত বাংলাদেশের কৃষি শীর্ষক আলোচনা সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। কৃষি অর্থনীতিবিদ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কৃষি ভর্তুকি কৃষকদের কাজে আসে না। তাই ভর্তুকি প্রকৃত কৃষকরা যাতে পায়, সে বিষয়ে আরো নজরদারি বাড়াতে হবে।’
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘খাদ্য আমদানি বন্ধ করতে হবে।’
চলতি অর্থবছরে চাল আমদানির ওপর যে শুল্ক আরোপ করা হয়েছে, তাতে চাল আমদানি বন্ধ হবে বলেও জানান অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘কৃষকরা দেশের অর্থনীতিতে অবদান রাখছে কিন্তু কৃষকরাই ন্যায্যমূল্য পাচ্ছে না।’