Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যায় জঙ্গিদের সম্পৃক্ততা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। রোববার দুপুরে চট্টগ্রাম পুলিশ লাইনের শ্যুটিংক্লাবে এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, কারা এই খুন করেছে সেই বিষয়ে তদন্ত চলছে। পুলিশের মনোবল ভাঙার জন্য এই কাজ করা হতে পারে। কিন্তু পুলিশের মনোবল কখনো ভাঙবে না, শোককে শক্তিতে পরিণত করে পুলিশ দ্বিগুণ উৎসাহে জঙ্গি দমনে কাজ করে যাবে।
তিনি জানান, তদন্তে অগ্রগতি সেইভাবে আসেনি, আসলেই, আমরা ক্লিয়ার বলতে পারবো কারা, কেন এই হত্যার সাথে জড়িত।
সারাদেশে জঙ্গিদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে আইজিপি বলেন, ‘জঙ্গি দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করুন। পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়। যে কোনো মূল্যে এদের নির্মূল করা হবে।’
পুলিশের আইজি বলেন, ‘বাবুল আক্তারের অভিযানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কেউই নিরপরাধ ও ধার্মিক নয়। পুলিশ পরিবারের এই সদস্যকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের ধরে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে সক্রিয় আছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ইকবাল বাহার প্রমুখ।