খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল.রংপুর: গতকাল রোববার রসিক অডিটরিয়ামে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও চাইল্ড লেবার এলিমিনেশন এ্যাকশন ফর রিয়াল চেঞ্জ ইন আরবান স্লাম এরিয়া অফ রংপুর সিটি কর্পোরেশন এন্ড ঠাকুরগাঁও মিউনিসিপালিটি অফ নর্থ ওয়েস্টান বাংলাদেশ (ক্লিয়ার) প্রকল্পের আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহল আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু সভায় স্বাগত বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব ফজলুল কবীর,রংপুর সিটি কর্পোরেশনের প্রকল্পের মনিটরিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার মোস্তফা কামাল সহ রংপুর সিটি কর্পোশেনের সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন । সভায় ইএসডিও ক্লিয়ার প্রকল্পের সমন্বয়কারী মোঃ মাহাবুবুল হক দিবসের উদ্দেশ্য তুলে ধরেন। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শ্রমজীবী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ‘‘উৎপাদন থেকে পণ্যভোগ, শিশুশ্রম বন্ধ হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি শহর প্রদক্ষিন করে । আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘‘যেহেতু বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে. সেহেতু এখানে শিশুশ্রম থাকা উচিত নয়। শিশুশ্রম বন্ধে সকলকে প্রতিবাদ করতে হবে। সকলে মিলে সোচ্চার হলে আমরা অবশ্যই রংপুরকে ঝুকিপূর্ণ শিশুশ্রম মুক্ত করতে পারবো।