খোলা বাজার২৪, রোববার, ১২ জুন ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে পুলিশের নির্যাতনে নিহত যুবলীগ কর্মী হাসমত আলী হাসেমের (৩৫) পরিবারকে এক লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। রোববার দুপুরে শিমলা তাড়িয়াপাড়ায় নিহতের বাড়িতে গিয়ে তার মা হাসু বেগমের কাছে আওয়ামী লীগ নেতারা আনুষ্ঠানিকভাবে এ প্রতিশ্রতি দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সভাপতি শ্রী মন্টুলাল তেওয়ারি, ছাত্রলীগ সভাপতি কেএম সোহেল রানা, আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ, পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সাত্তার, কালাচান পাল, জহুরুল ইসলাম, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। আগামি সপ্তাহে নিহতের পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হবে।
জানা গেছে, গত ৩০ মে (সোমবার) ভোররাতে থানা হাজতে পুলিশের নির্যাতনে পৌর এলাকার শিমলা তাড়িয়াপাড়া গ্রামের মৃত জিনাত আলী কালুর ছেলে এক সন্তানের জনক অটোবাইক চালক হাসমত আলী হাসেম নিহত হন বলে অভিযোগ ওঠে। নিজের স্ত্রী রাহিমা আক্তার লাকিকে (৩০) হত্যার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা ছিল।
উপজেলা যুবলীগের সভাপতি শ্রী মন্টুলাল তেওয়ারি জানান, ‘নিহত হাসেম যুবলীগের কর্মী ছিলেন। মানবিক কারনে তার পরিবারকে দলের পক্ষ থেকে অনুদান দেয়া হবে।