Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, সোমবার, ১৩ জুন ২০১৬: কোপা আমেরিকার এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর ও হাইতি। ইস্ট রাদারফোর্ডের মাঠে কোয়ার্টার ফাইনালের আশা ছিল দুই দলেরই। তবে দুর্দান্ত খেলে ৪-০ গোলের বড় জয় তুলে নিলো ইকুয়েডর। ফলে নিশ্চিত হলো তাদের শেষ আটে খেলা। এই জয়ের মূল কৃতিত্বটা ইনার ভ্যালেন্সিয়াকে দিতেই হবে। একটি গোল তো করেছেনই, সোমবারের ম্যাচে দুটি অ্যাসিস্টও ছিল তার।
‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় হাইতির বিপক্ষে মাঠে নামে ইকুয়েডর। প্রতিপক্ষের দুর্গে প্রথম আঘাতটি ইনার ভ্যালেন্সিয়া হানেন ১১ মিনিটের মাথায়। ক্রিস্টিয়ান নোবোয়ার কাছ থেকে বল পেয়ে অনেকটা একক নৈপুণ্যে ভেতরে ঢুকে পড়েন তিনি। গোলবারের কাছাকাছি গিয়ে দুর্দান্ত এক কোনাকুনি শটে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে ফেলেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
প্রথম গোলটির নয় মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন জাইমি আয়োভি। তবে এই গোলের পেছনে বড় কৃতিত্ব দিতে হবে ইনারকেই। প্রথমবারের মতো এবারো হাইতির রক্ষণভাগ চিরে ঝোড়ো গতিতে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। ডিফেন্ডাররা তখনো কেউ পৌছয়নি। সামনে শুধু গোলরক্ষক। তাকে বোকা বানাতেই ডান দিক দিয়ে ছুটে যাওয়া আয়োভিকে পাস দেন তিনি। খালি পড়ে থাকা গোলবারে বল ঢোকানোটা এরপর আয়োভির জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র।
ম্যাচের ৫৭তম মিনিটে জেফারসন মন্টেরোর পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন নোবোয়া। আর ইনার ভ্যালেন্সিয়ার কাছ থেকে বল পেয়ে ম্যাচের শেষ গোলটি করেন অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া।
সোমবার শততম কোপার আসরে প্রথম জয়ের মুখ দেখল ইকুয়েডর। আগের দুটি ম্যাচ ড্র করেছিল তারা। অন্যদিকে কোনো ম্যাচ না জিতেই আশাহত হয়ে বাড়ির পথ ধরতে হয়েছে হাইতিকে।