Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: শারীরিক অসুস্থতার কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেও ফের দলটিতে সক্রিয় হচ্ছেন দলটির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। শিগগিরই এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন সাবেক এই কূটনীতিক। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, শমসের মবিন চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। অন্যদিকে বিএনপিতে যোগদানের ব্যাপারে দলটির একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকতার বাকি।
এ ব্যাপারে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গত বছরের ২৯ অক্টোবর বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে হঠাৎ করেই পদত্যাগ করেন শমসের মবিন চৌধুরী। শারীরিক অসুস্থাতার কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে লেখা চিঠিতে রাজনীতি থেকে অবসর ও দলটির সকল পদ থেকেও পদত্যাগের ঘোষণা দেন তিনি। যদিও বিএনপির পক্ষ থেকে পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়নি বলে জানায় দলটি।