Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডো শহরের সমকামী নৈশক্লাবে হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত থাকার কোনো নিরেট প্রমাণ এখনো পাওয়া যায়নি।
স্থানীয় সময় গতকাল সোমবার ওয়াশিংটনে এক বৈঠকে বারাক ওবামা এ কথা বলেন। ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।
বিবিসি জানায়, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার পর পরই দায় স্বীকার করে। আর হামলাকারী আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনও আইএসের সঙ্গে জড়িত থাকার দাবি করেন।
ওয়াশিংটনের বৈঠকে বারাক ওবামা বলেন, শেষ মুহূর্তে হামলাকারী আইএসের সঙ্গে জড়িত থাকার দাবি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্যে বিষয়টির প্রমাণ পাওয়া যায়নি।
বারাক ওবামা আরো বলেন, ‘এটি দেশেই উগ্রবাদী গড়ে ওঠার এক উদাহরণ, যা নিয়ে অনেক আগে থেকেই আমরা সন্দেহ-উদ্বেগ প্রকাশ করে আসছি।’
যুক্তরাষ্ট্রের মার্কিন গোয়েন্দা এফবি আইয়ের পরিচালক বলেন, বন্দুকধারী ইন্টারনেট থেকেই উগ্রবাদী শিক্ষা পেয়েছে।
হামলার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছেন আসন্ন মার্কিন নির্বাচনের রিপাবলিকান দল থেকে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের নির্দিষ্ট কিচু স্থান থেকে অভিবাসী নেওয়া বন্ধের দাবি জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে মুসলমান নিষিদ্ধের দাবির কথা আরেকবার স্মরণ করিয়ে দেন ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরলান্ডো শহরের পালস নৈশক্লাবে ওমর মতিন নামের বন্দুকধারী হামলা চালায়। হামলায় ৫০ জন নিহতের কথা জানায় কতৃপক্ষ। পরে এই সংখ্যা কমিয়ে ৪৯ করা হয়। হামলার পর আইএস দায় স্বীকার করে।