খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে ফেভারিট ইতালি। সবসময়ের মতো রক্ষণে মজবুত ও পাল্টা আক্রমণে সফলতার পরিচয় রেখে ২-০ গোলের আত্মবিশ্বাস বাড়ানো জয় তুলে নিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সোমবার রাতে দুই অর্ধে একটি করে গোল করে ইতালি। এমানুয়েলে গিয়াচ্চেরিনির গোলে এগিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে জয় নিশ্চিত করেন গ্রাজিয়ানো পেল্লে।
তারকার ছড়াছড়ি না থাকলেও দলগত ফুটবলে দুটি দলই বর্তমানে ইউরোপের অন্যতম শক্তিশালী। সাফল্যের মাণদণ্ডে ইতালি যোজন যোজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ফিফা র্যাং কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে অবহেলা করার কোনো সুযোগ নেই।
শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে পাওয়া এই জয়ে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোয় ওঠার পথে বেশ খানিকটা এগিয়ে গেল গতবারের রানার্সআপরা।