খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্য ব্যক্তিগত। এ বিষয়ে দলীয় বা সরকারি ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বি আরটিএ) মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, বি আরটিএর মঙ্গলবারের অভিযানে মিটারে না চলা সিএনজিচালিত অটোরিকশার চালক ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। রাজধানীতে চলা চারটি মোবাইল কোর্টে দুই শতাধিক মামলা করা হয়। জরিমানা আদায় করা হয় প্রায় দেড় লাখ টাকা।
মন্ত্রী আরো জানান, অভিযানের সময় দুটি মোটরসাইকেল জব্দ ও ১০টি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিংয়ে পাঠানো হয়।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত ও বিনষ্ট করতে চেয়েছিল জাসদ, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশও তৈরি করেছিল দলটি। যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অতিবিপ্লবী, তাদের হটকারী আখ্যা দিয়ে শতভাগ ভণ্ড বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জাসদ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যে সমর্থন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। সকালে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাসদ সম্পর্কে কড়া ভাষায় বক্তব্য দিলে ডেপুটি স্পিকার তাঁর বক্তব্য এক্সপাঞ্জ করেন।