খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬: মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের কালির চর গ্রামের শীর্ষ সন্ত্রাসী মমিন মিঝি (৩৫) কে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর থানার এস আই মোমেন আলী ভূইয়া, এস আই মোর্শেদসহ পুলিশের একটি দল কালির চর গ্রামে অভিযান চালায়। পুলিশ মমিন মিঝিকে তার নিজ বাড়ী থেকে আটক করে। পুলিশ এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, আটককৃত মমিন মিঝি কালির চর গ্রামের মৃত- রাজ্জাক মিয়ার ছেলে। মমিন মিঝি এলাকার একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী। তার ভয়ে সাধারন মানুষ সব সময় আতংক নিয়ে বসবাস করিত। মমিন মিঝি মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার, বালুবাহী, তেলবাহী জাহাজে ডাকাতি করত। শীর্ষ সন্ত্রাসী মমিন মিঝি দীর্ঘদিন ধরে কালির চর এলাকায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালির চর গ্রামে ব্লক রেড দিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। মহিন মেঘনা নদীতে নৌ- ডাকাতির সঙ্গে জড়িত।