খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: রাষ্ট্রদ্রোহ এবং ৫৪ ধারায় তিন দফা জিজ্ঞাসাবাদের পর এবার মতিঝিল ও লালবাগ থানার দুই নাশকতার মামলায় বিএনপিনেতা আসলাম চৌধুরীকে হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
বুধবার মহানগর হাকিম নূরুন্নাহার এবং মো. নূরুন্নবী পৃথ দুটি আবেদনের শুনানি নিয়ে একদিন করে হেফাজত মঞ্জুর করেন।
এ দুই মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড চান পুলিশের দুই তদন্ত কর্তা।
এসময় তার পক্ষে রিমান্ড আবেদন বাতিল এবং জামিন চাওয়া হলেও তা নাকচ হয়ে হয়ে যায় বলে আসলামের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছেন।
ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের একাধিক ছবি গণমাধ্যমে আসার পর গত ১৫ মে আসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর ৫৪ ধারায় সাতদিন ও পরে রাষ্ট্রদ্রোহের মামলায় দুই দফায় ১২দিনসহ মোট ১৯ দিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
রিমান্ড শেষে গত সোমবার তাকে কারাগারে পাঠানো হয়।