খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ২২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সম্ভাব্য তারিখ আগামী ৬ জুলাই ধরে টিকিট বিক্রির এই পরিকল্পনা নেয়া হয়েছে।
আজ বুধবার রেল কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা যায়।
রেলওয়ে সূত্র জানায়, রেলের পরিচালনা বিভাগের করা সময়সূচি অনুসারে ২২ জুন বিক্রি হবে ১ জুলাইয়ের অগ্রিম টিকিট। ২৩ জুন পাওয়া যাবে ২ জুলাইয়ের টিকিট। একইভাবে ৩, ৪ ও ৫ জুলাই ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫ ও ২৬ জুন।