খোলা বাজার২৪, বুধবার, ১৫ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো দরিদ্র ও কর্মজীবি নারীদের হেল্থ কেয়ার সেন্টার। অনেক দিন পরে হলেও দরিদ্র ও কর্মজীবি মা ও শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টিরমান বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে হেল্থ কেয়ার যাত্রা শুরু হয়েছে। বুধবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মসুচি আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, সরকার আলাউদ্দিন সহ আরো অনেকেই। এ কর্মসুচি চালুর ফলে জেলার পিছিয়ে পড়া কর্মজীবি দরিদ্র মা দের স্বাস্ব্য সেবা ও পুষ্টি সহায়তা এবং জীবিকার মান উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগ।