Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

munshiganjখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মুন্সীগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত- বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে আটককৃতরা হলেন, উজ্জল হোসেন (৩০), সোহেল রানা (২৪),কালুমিয়া (৩৮),স্বপন (৩০) সহ অন্তত ২২ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিকভাবে আটককৃত কয়েকজনের নাম জানালেও বাকীদের নাম জানাতে ব্যর্থ হয়েছে পুলিশ। জেলা পুলিশের তদন্ত কর্মকর্তা (ডিআইও) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, গতকাল রাতে সিরাজদীখানের বিভিন্ন স্থান থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিগ্যালসহ ছাত্রদল ও বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা বিএনপির ১২ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিআইও লুৎফর রহমান জানান, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ৩৩ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তবে প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত কারো বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্ঠতা পাওয়া যায়নি। এরা সবাই বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।