Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা সম্পদ। বাংলাদেশকে তিনি চিনিয়েছেন বিশ্বের দরবারে। লাল–সবুজ জার্সি গায়ে মাতিয়ে চলেছেন বিশ্বক্রিকেট। শুধু কী জাতীয় দলের জার্সি, সাকিবের বিচরণ তো বিশ্বের প্রায় সব কটি গ্ল্যামারাস ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। এমন একজন ক্রিকেটারের পেছনে অর্থের ছোটাছুটি করাটাই যেন স্বাভাবিক।
যে কারণেই সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তার সম্পদের পরিমাণ ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, প্রায় ২৭৫ কোটি টাকা।
ক্রিকেট নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকট্র্যাকারে সম্প্রতি প্রকাশ হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ উপার্জনকারী ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের কথা। ক্রিকেট্র্যাকারই রিপোর্ট প্রকাশ করে— পারিশ্রমিক, চুক্তি পৃষ্ঠপোষক, কসমেটিক্স, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং রেস্তোরাঁ, ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়েই সাকিবের অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৫ মিলিয়ন ইউ এস ডলার, প্রায় ২৭৫ কোটি টাকা।
ক্রিকেট সম্পর্কিত আয়ই তার বেশি। পৃথিবীর বড় বড় ফ্রাঞ্চাইজি লিগগুলোতে খেলে এই আয় করেছেন এই অলরাউন্ডার। সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ ভারতের আইপিএল ছাড়াও বিপিএল, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান লিগে (সিপিএম) নিয়মিত খেলেন তিনি। এই তালিকায় নতুন যুক্ত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।এ
ইসব লিগে খেলা ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পণ্যদূত হয়েও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন সাকিব। এরমধ্যে রয়েছে পেপসি, লেনেডো, বাংলা লিঙ্ক, ক্যাস্টল, নর্টন এন্টিভাইরাস, ব্লুস্ট, লাইফবয়, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্ক। এছাড়াও নিজের রেস্টুরেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায় প্রচুর আয় করেন তিনি। এইসব মিলিয়ে ৩৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় ২৭৫ কোটি টাকার মালিক সাকিব আল হাসান!