Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

bagerhatখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: বাগেরহাট : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোংলা ও মোরেলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় মোড়েলগঞ্জের জিউধারা বাজারে মোংলার বাজিরখন্ড ও মোড়েলগঞ্জের জিউধারা এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতদের বুধবারা রাতেই মোংলা ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মোংলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে ভাড়ায় চালিত মোটরসাইকেলের যাতায়াত নিয়ে সুন্দরবন ইউনিয়নের বাজিরখন্ড এবং মোড়েলগঞ্জের জিউধারা ইউনিয়নের চালকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৫-৩০ জন আহত হয়। পরে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোড়েলগঞ্জের জিউধারা বাজারে এসে মোটরসাইকেল চালকদের উপর হামলা চালায় মোংলার বাজিরখান্ড এলাকার মোটরসাইকেল চালকেরা। এ সময় দুই পক্ষই ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বুধবার রাত ১০টার দিকে মোংলার সুন্দরবন ও মোড়েলগঞ্জের জিউধারা ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে উভয় পক্ষের সাথে বসে বিষয়টি মীমাংসায় বসে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মংলা থানার সেকেন্ড অফিসার মনজুর এলাহী।