Wed. Aug 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

thakurgaonখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : উত্তর বঙ্গের তিন জেলায় আবারো যান চলাচল শুরু হলো নৌমন্ত্রীর আশ^াসে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের আশ্বাসের ভিত্তিতে ঢাকার সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতারা রাত থেকে সকল কোচ চালানোর সিন্ধান্ত নেন। উল্লেখ্য, গত ৭ দিন যাবত পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের সব বাস চলাচল বন্ধ ছিল। বাস শ্রমিকদের মধ্যে বেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের নেতাদের সিন্ধান্তে ঢাকাগামী এসব বাস চলাচল বন্ধ ছিল। ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, বুধবার রাতে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ককে ফোন দিয়ে আশ্বাস দেন যে আমাদের দাবি মেনে নিবেন। আর সকল নেতাদের একত্রিত হয়ে শুক্রবার ঢাকা এসে আলোচনায় বসার আহ্বান করেন।