খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’কামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মঘির ঢাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেনের বাড়ি মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের শ্যাওলাডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আফসার ফকির।
পুলিশের ভাষ্য, কামাল হোসেন একটি ডাকাতদলের সর্দার। তাঁর নামে হত্যা, ডাকাতি ও ধর্ষণসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি চাপাতি, একটি রামদা, একটি করাত ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন জানান, গতকাল দিবাগত রাতে মাগুরা-যশোর মহাসড়কের মঘির ঢাল এলাকায় ডাকাতির জন্য রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে। এ সময় আহত অবস্থায় এক ডাকাতকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।