খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: আগামী রোববার রাজধানীতে ধর্মঘট পালন করবে গোশত ব্যবসায়ীরা। বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন গোশত ব্যবসায়ী সমিতির ডাকে এ ধর্মঘট পালিত হবে।
বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানন, গাবতলি হাট ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও মজিবর বাহিনীর অত্যাচারের প্রতিবাদে রোববার ঢাকায় গোশত ব্যবসায়ীরা ধর্মঘট পালন করবেন। এদিন রাজধানীতে কোনো ব্যবসায়ী গোশত বিক্রি করবেন না। দাবি আদায় না হলে রমজানের পর কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও তিনি জানান।
রমজানে ধর্মঘট ডাকায় জনভোগান্তির জন্য দূ:খ প্রকাশ করেন রবিউল আলম। বিজ্ঞপ্তি।