খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ১১ আসামির খালাসের আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে এ আবেদন দাখিল করা হয়।
এর আগে বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ আহসান উল্লাহ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ঘোষণা করেন।
রায়ে বিএনপি নেতা নূরুল ইসলামসহ ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ও ৭জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে এবং একজনের বহালসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। খালাস দেয়া হয়েছে ১১ জনকে।
২০০৫ সালের ১৬ এপ্রিল এ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, খালাস পান অন্য দু’জন।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।
ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় মামলা করেন। মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুর পর তার ছেলে জাহিদ আহসান রাসেল ওই আসনের সংসদ সদস্য।