খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: দুঃস্থ, অসহায় ও গরিব দুঃখীদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, সবাইকেই মানবতার সেবায় এগিয়ে আসা উচিত।
আজ সোমবার রাজধানীর লেডিসক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে ফাউন্ডেশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ দলের জ্যেষ্ঠ নেতারা ইফতারে অংশ নেন।
এ ছাড়া শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকোশলী, কৃষিবিদ, সাংবাদিক, আইনজীবীসহ অনেকেই ইফতারে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।