Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: প্রতি বছরের মতো এবারও রেল পরিচালনায় জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে রেল মন্ত্রণালয়।
একই সঙ্গে পূর্বাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটিও বাতিল করা হয়েছে।
রেলের মহাপরিচালক আমজাদ হোসেন জানান, যেসব কর্মকর্তা-কর্মচারী ঈদে ট্রেন পরিচালনা করবেন প্রতিবছরের মতো এবারও তাদের ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ঈদে ঘরমুখী মানুষের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল হাসান জানান, রেল পরিচালনায় জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি ছাড়াও এর আগে ও পরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, প্রত্যেক ঈদেই রেলের কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি।