Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: কোপার সেমিফাইনাল জেতার পর হিউস্টন থেকে নিউজার্সিতে উড়ে গেছে আর্জেন্টিনা। কিন্তু নিউজার্সিগামী বিমানে উঠতে তিন ঘণ্টা দেরি হওয়ায় মেজাজ বিগড়ে যায় লিওনেল মেসির। ইনস্টাগ্রামে তোপ দেগেছিলেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ‍)। কিন্তু শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালের আগে তিনি বুঝতে পারলেন, মেজাজ হারিয়ে মোটেও ঠিক কাজ করেননি।
নিন্দুকেরা বলছে অবার অন্য কথা, পাছে কোপার ফাইনালে হেরে গিয়ে দেশবাসীর তোপের মুখে পড়েন, তাই বিমান-বিভ্রাটের ঘটনাটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছেন মেসি। আর্জেন্টাইন তারকা অবশ্য নিজের কাছে পরিষ্কার, ‘আমি ওই মুহূর্তে ভুল একটা কাজ করেছি। ফাইনালের আগে আমাদের উচিত ফাইনাল নিয়েই ভাবা।’
সেদিন বিমান নিয়ে আসলে কী হয়েছিল, সেটা কোপা আমেরিকার পর বলবেন বলে জানিয়েছেন মেসি। তবে জাতীয় দলের ক্ষেত্রে অনেক কিছুরই পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি, ‘অনেক কিছুই ঘটে আসছে, যেগুলো নিয়ে আমরা কখনোই কোনো কথা বলি না। তবে আমাদের উচিত এসব পরিবর্তন করা। আমাদের ব্যবস্থাপনা হওয়া উচিত বিশ্বের সেরা অথবা কমপক্ষে অন্য জাতীয় দলগুলোর মতোই।’
আগামী পরশু ২৩ বছরের শিরোপা-খরা কাটাতে কোপার ফাইনালে চিলির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।