Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনায় সফলতায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে দেশে গুপ্তহত্যা চালাচ্ছে।’
শনিবার তার নির্বাচনী এলাকা কাজীপুরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এ কথা বলেন।
তিনি বলেন, ‘জঙ্গি তৎপরতায় জড়িত ও একাত্তরের ঘাতকদের লালনকারীরা এখন দিশেহারা হয়ে স্থিতিশীল রাজনীতিকে অস্থিতিশীল করার প্রয়াস চালিয়েছে।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী পানি উন্নয়ন বিভাগের মেঘাই ও মাইজবাড়ি এলাকায় নদীশাসন কাজ ও আলমপুর-শিমুলদাইড় সড়ক উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন।
বিকেলে কাজীপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল মসজিদের ইমামদের মাঝে প্রায় ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।
ইফতার-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন।
সভায় সাবেক এমপি তানভীর শাকিল জয়, মোজাম্মেল হক বকুল সরকার, খলিলুর রহমান, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।