খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও আইনশৃঙ্খলা কমিটির স্বাভাবিক রাখতে “ঠাকুরগাঁওয়ে মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইমদাদুল হক, মহিলা সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার ফারহাদ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ। বক্তারা ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সজাগ থাকার আহ্বান জানান।