খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ রমজান ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলা সার্কিট হাউজে এই ইফতার মাহফিল হয়। জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ইফতার মাহফিলে জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ও জেলার উচ্চ পদস্থ পেশাজীবী, চাকুরীজীবী, সাংবাদিক সহ বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ইফতার মাহফিলে ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা খলিলুর রহমান দেশ ও জেলার মঙ্গলকামনা করে দোয়া করে।