খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের ভিক্ষুকের ইজ্জতের মূল্য লাখ টাকা। ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের আউলিয়াপুর চেয়ারম্যান পাড়ায় এক মহিল ভিক্ষুক ধর্ষনের পর একলাখ ২০ হাজার টাকায় আফোষ করলে স্থানীয় প্রভাবশালীরা। সোমবার ওই ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য ইব্রাহিম ওরফে ডাকাত ইব্রাহিম এ আপোষ মিমাংসা করে। অভিযোগ জানা যায়, গত শুক্রবার সকালে আউলিয়াপুর চেয়ারম্যানপাড়ার শহিদুল ইসলাম (৪৩) এর বাড়িতে ভিক্ষা করতে যায় নয়াদিঘি গ্রামের ব্রাক্ষ্মণ পরিবারের এক মহিলা। বাড়িতে কেউ না থাকায় ওই ভিক্ষুক মহিলাকে ঘরে ডেকে নেয়। এর পর জোরপূর্বক ধর্ষন করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাৎক্ষনিক ভাবে ভিক্ষুককে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়ার কথা বলে কিন্তু প্রভাবশালীদের চাপের মুখে ওই মহিলা হাসপাতালে ভর্তি হতে পারেনি। ওই মহিলার স্বামী বাকপ্রতিবন্ধী ও গরীব হওয়ায় এর কোন প্রতিবাদ করতে সাহস পায়নি। পরে স্থানীয়রা ওই পরিবারকে চাপের মুখে ফেলে বিষয়টি মিমাংসায় বসে। ওই ইউনিয়নের ইউপি সদস্য ইব্রাহিম ওরফে ডাকাত ইব্রাহিম মিমাংসার সত্যতা নিশ্চিত করছেন। তবে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান ঘটনা জানেন না বলে জানান।