খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: নওগাঁ: নওগাঁয় সমুন ফিলিং স্টেশন গুলোতে অভিজান চালিয়ে ওজনে কম দেওয়া এবং বিপদজনক পরিবেশে পেট্টোল প্রদান করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।
অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান সংবাদকে জানান সমুন ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা, মজুমদার ফিলিং স্টেশনকে পনের হাজার টাকা এবং বলাকা ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিভিন্ন অনিয়ম, ওজনে কম দেওয়া এবং বিপদজনক পরিবেশে পেট্টোল প্রদান করার দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়এবং তা নগদ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর পরির্দশক অনিমেষ চন্দ্র, সদর থানার এসআই মাহমুদুন নবী।