খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করে ড্রেনেজ ব্যবস্থার দাবীতে মহাসড়কের মসজিদের সামনে সড়ক অবরোধ করেন। ফুলবাড়ী পৌরসভার মেয়র, মর্তুজা সরকার মানিক, পৌরসভার নতুন দায়িত্বভার পাওয়ার পর ফুলবাড়ী বিভিন্ন এলাকায় যত সামান্য উন্নয়নের কাজ দেখালেও কাজের গুনগত মান অত্যান্ত খারাপ। জাইকা প্রকল্পের কাজ করা হলেও মুল শহরের মধ্যবর্তি স্থানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ড্রেনের পঁচা পানি ও প্রস্রাব ড্রেন উপচে মসজিদের সামনে দিয়ে বয়ে যায়। ফলে রমজান মাসে প্রতিদিন মুসল্লিদেরকে ঔ পঁচা ও নোংরা পানি খুচে মসজিদে প্রবেশ করতে হয়, এ অবস্থা প্রায় ২/৩ মাস। মসজিদ কমিটির লোকজন পৌর মেয়রকে বিষয়টি অবগত করলেও তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় মসজিদে মুসল্লিরা নামাজ শেষ করে মহাসড়ক অবরোধ করেন, প্রায় ১ ঘন্টা অবরোধ অব্যাহত ছিল। এব্যাপারে ভূক্তভোগি রিক্সা, ভ্যান চালক বারকোনা গ্রামের মোঃ আলমগীর বলেন রিক্সা নিয়ে আসছিলাম মসজিদের মুসল্লিরা সড়ক অবরোধ করে রাখায় আমাকে উল্টপথে ঘুড়ে বাজারে আসতে হয়। এ দিকে ফুলবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং মুসল্লিদেরকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান। অপরদিকে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক ঘটনা স্থানে এসে মুসল্লিদেরকে বলেন ২দিনের মধ্যে ব্যবস্থা নেয়া হবে। এরপর মুসল্লিরা অবরোধ প্রত্যাহার করে নেন।